মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে পাশে আছি

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ডুয়ার্সের কালচিনিতে পাশে আছি স্বেচ্ছাসেবী সংস্থা হ্যামিল্টনগঞ্জের বেশ কিছু ছাত্রছাত্রীকে স্কুলে ভর্তির টাকা তুলে দেয়। কালচিনি ব্লকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করা ছাত্র-ছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয় ওই অনুষ্ঠানে। মাধ্যমিকে প্রথম হওয়া হাসিমারা বাংলা হাইস্কুলের ছাত্রী অহনা দাস , ইউনিয়ন একাডেমি গার্লস হাই স্কুলের ছাত্রী মোনামী ভট্টাচার্য এবং উচ্চমাধ্যমিকে ব্লকে প্রথম হওয়া ইউনিয়ন একাডেমি কালচিনি হাইস্কুলের ছাত্রী মৌমিতা সাহা সহ একাধিক ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার সহ সম্পাদক সৈকত দে ভৌমিক বলেন, ‘এই ছাত্রদের পাশে থাকতে পেরে আমরা দারুন খুশি। এই অনুষ্ঠানে রাজাভাতখাওয়া রেঞ্জের রেঞ্জার অমলেন্দু মাঝি সহ একাধিক আধিকারিক ও সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।