ফুল সাজানোর জাপানি ইকেবানা এবার শিলিগুড়িতেও

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ জাপানি পদ্ধতিতে ফুল সাজানোর ব্যবস্থাকে বলা হয় ইকেবানা। এই ইকেবানাকে বাংলাদেশে পরিচয় করিয়ে দেবার জন্য ১৯৭৩ সালে ঢাকাস্থ জাপান দূতাবাসের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইকেবানা এসোসিয়েশন। আর এই সংগঠনের প্রতিষ্ঠার নেপথ্যে যিনি কাজ করেছেন তিনি হলেন ডঃ একেএম মোয়াজ্জেম হোসেন। যিনি পেশায় ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। বাংলাদেশ ইকেবানা এসোসিয়েশনের একটি দল অক্টোবর মাসে শিলিগুড়ি আসছে। তারা শিলিগুড়ি থেকে দার্জিলিংও যাবে। মূলত জাপানি পদ্ধতিতে কিভাবে ফুল সাজানো হয় তা শিলিগুড়িবাসীদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ৫ অক্টোবর শুক্রবার সকাল নটা থেকে দশটা পর্যন্ত এক ইকেবানা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে শিলিগুড়ি মাল্লাগুড়ির এক হোটেলে। সেখানে একজন জাপানি প্রতিনিধিও থাকবেন। শিলিগুড়িতে তার জন্য প্রচার প্রস্তুতিতে নেমেছেন সজল কুমার গুহ এবং সুলেখা সরকার। কোনও ফুলকে এলোমেলো না ফেলে রেখে সুন্দর ভাবে সাজিয়ে রাখার নাম ইকেবানা। ইকে মানে তাজা আর বানা মানে ফুল। জাপানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৃতদেহের প্রতি শ্রদ্ধা জানানোর কৌশল থেকেই ইকেবানার সৃষ্টি। ফুলতো সুন্দর।সেই তাজা ফুলকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য নানারকম কাজ চলছে জাপানে। সেই সুন্দর পরিবেশ এবার তারা উত্তরবঙ্গে ছড়িয়ে দিতে চান বলে সজল গুহ এবং সুলেখা সরকার জানিয়েছেন।