বুধবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত ৩১, মৃত ৭

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ বুধবার করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে ৭ জনের। এদিন শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি সংলগ্ন রাধাবাড়ি বি এস এফ ক্যাম্প এলাকার বাসিন্দা মায়া নেগি, শিলিগুড়ি অম্বিকা নগরের বাসিন্দা তুলি রায়, উত্তরদিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দা মহম্মদ আব্দুল কালাম, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকার সাহাপুরের ১২ বছরের বালক মহম্মদ আরমান, কার্শিয়াং-এর বাসিন্দা সুকু প্রধান, কালিম্পং এর বাসিন্দা চতুর সিং রাই ও মৌমিতা মঙ্গর দুজনের।

দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও ক্রমশঃ নিম্নমুখী শিলিগুড়িতে করোনা সংক্রমণের গ্রাফ। প্রতিদিনই উল্লেখযোগ্য হারে কমছে শিলিগুড়িতে করোনা সংক্রমণ। বুধবার দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৭ জন। শিলিগুড়ি পুরসভা এলাকায় এদিন নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ৩১ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৭ জন। এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ৫, মাটিগাড়া ব্লকে ৩০, ফাসিদেওয়া ব্লকে ২৩, খড়িবাড়ি ব্লকে ৩, দার্জিলিং পুর এলাকায় ৩, মিরিকে ১, সুখিয়াপোখড়ি এলাকায় ১ এবং বিজনবাড়ি এলাকায় ২ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং পুর এলাকায় ১২ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে।

বুধবার দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৪০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম