
নিজস্ব প্রতিবেদন ঃভারত ভুটান সীমান্তবর্তী জয়গাঁও এলাকায় সীমান্তরক্ষী বাহিনী এস এস বি জওয়ানদের কপালে ভাইফোঁটা দিলেন নিউ হাসিমারা নিবাসী দিদি নাম্বার ওয়ান খ্যাত শুক্লা দেবনাথ। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ জয়গাঁও থানার অন্তর্গত কর্তব্যরত জওয়ানদের সাথে ভাইফোঁটার প্রাক মুহূর্ত কাটান তিনি এবং ভাই ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করিয়ে এসএসবি জওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন।
এবিষয়ে সমাজসেবী শুক্লা দেবনাথ জানান, যে সব এসএসবি জওয়ান ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে ভারত ভুটান সীমান্তে দিনরাত এক করে বাড়ির পরিবারর ছেড়ে কর্তব্যরত রয়েছেন,তাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি ভাই ফোঁটা দিলেন।মা বোনেদের আত্মরক্ষার জন্য রয়েছেনএসএসবি জওয়ানরা। তাদের কথা মাথায় রেখেই বোন হিসাবে ভাইদের কপালে ফোটা দিয়ে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন শুক্লাদেবী।
জয়গাঁও থানার ভারত ভুটান সীমান্তে এসএসবি জওয়ানদের ক্যাম্প রয়েছে। প্রত্যেকটি ক্যাম্পে গিয়ে তিনি মিষ্টিমুখের পাশাপাশি ভাইফোঁটা দিয়ে ভাইদের অর্থাৎ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন।
