মাল নদীর মতো মর্মান্তিক ঘটনা এড়াতে সতর্কতা ছট পুজোয়

নিজস্ব প্রতিবেদন ঃবৃষ্টি বিদায় নেয়নি।হঠাৎ হঠাৎ আবহাওয়া খামখেয়ালি হয়ে উঠছে। আর আবহাওয়ার খামখেয়ালিতে মুষলধারে বৃষ্টি হলে নদী হয়ে ওঠে ভয়ঙ্কর। নদীতে হঠাৎ হড়পা বানের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। যা এবার দুর্গা পুজোর বিসর্জনের দিন মালবাজারের মাল নদীতে মর্মান্তিক রুপ নেয়। সেই দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আসন্ন ছট পুজোর সময় ব্যাপক সাবধানতা অবলম্বন করা হচ্ছে শিলিগুড়ি সমর নগর গীতা দেবী ঘাটে। সমরনগরে মহানন্দার ঘাটে যাঁরা নিয়মিত সাঁতার কাটে তাদের তৈরি রাখা হচ্ছে। কোনোরকম দুর্ঘটনা ঘটলে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে প্রস্তুত সেই সব সাঁতার জানা ছেলেমেয়েরা। সমরনগর গীতা দেবী ঘাটের তরফে বিশিষ্ট মাইক্রো আর্টিস্ট রমেশ শা এবং মহেশ মাহাতো জানিয়েছেন, বৃষ্টি হওয়ার জেরে নদী এবার ফুলেফেঁপেই রয়েছে। আর সেদিকে তাকিয়ে তাঁরা সতর্ক রয়েছেন। এখন ছট পুজোর প্রস্তুতি পুরোদমে চলছে। নদীর পাশ দিয়ে ঘাট তৈরি করা হচ্ছে। শিলিগুড়িতো বটেই গোটা রাজ্যেই একটি ব্যতিক্রমী ঘাট হলো গীতাদেবী ছট পুজো ঘাট। রাজ্য সরকারের তরফে সেই ঘাটের সৌন্দর্যায়ন করা হয়েছে।