আশ্বাসের মানবিক সাহায্য কোচবিহারে

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ২৮শে নভেম্বর স্বেচ্ছাসেবী সংস্থা আশ্বাসের পক্ষ থেকে কোচবিহার বিবেকানন্দ স্ট্রীটের রেল লাইন সংলগ্ন বস্তিতে পাঁচ থেকে পনের বছর পর্যন্ত বিভিন্ন বয়সের পঁচিশজন ছেলেমেয়েকে সোয়েটর, জাম্পার এবংএকটা করে ম্যারি বিস্কুটের প্যাকেটদেওয়া হয়েছে।এছাড়া কুড়িজন মহিলা ও দশজন পুরুষকে চাদর ও মেরি বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে।এর সঙ্গে চল্লিশজন মেয়েকে এক প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়