
নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জন্ম দিন উপলক্ষে এবং প্রয়াত বঙ্গরত্ন প্রাপক ভাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায়ের স্মরণে ফালাকাটা ব্লকের নবনগর জুনিয়ার হাইস্কুল প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।পাশাপাশি, এদিন সংশ্লিষ্ট ব্লকের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা কে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল, ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
