মহিলা টোটো চালকদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড় এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হলো ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারকে।তার সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় আরও কিছু মহিলা টোটো চালককে।মুনমুনদেবীর নেতৃত্বে ওইসব মহিলা টোটো চালকেরা সকলে রক্তদান সহ আরও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত। এদিন মা সেবা মঞ্চের তরফে মুনমুনদেবী সহ অন্য মহিলা টোটো চালকদের সংবর্ধনা দিয়ে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।