স্বচ্ছতা নিয়ে সাইকেল র‍্যালি এনসিসির

নিজস্ব প্রতিবেদন ঃ দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি এবং অমৃত মহোৎসবকে সামনে রেখে রবিবার এনসিসির তরফে স্বচ্ছতা নিয়ে এক সাইকেল র‍্যালি বের হয়।
এদিন সকালে জলপাইগুড়িস্থিত ন্যাশনাল ক্যাডেট ক্রপ্স এর ৬১ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এ সি কলেজ থেকে যাত্রা শুরু করে এই বিশেষ র‍্যালিটি। এই সাইকেল ৱ্যালিতে জলপাইগুড়িস্থিত ৬১ নম্বর ব্যাটালিয়নের ৭৫ জন এন সি সি ক্যাডেট অংশগ্রহণ করে।
এই আয়োজন প্রসঙ্গে ব্যাটালিয়ান এর দায়িত্বপ্রাপ্ত কর্নেল আর এস চৌহান
বলেন, দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ও অমৃত মহোৎসবকে সামনে রেখে স্বচ্ছতা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই সাইকেল ৱ্যালির মুখ্য উদ্দেশ্য।