চোপড়ার দুই স্কুলে সামাজিক সচেতনতা শিবির, সাইবার অপরাধ ও মানব পাচার রোধে বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদন:
বুধবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া হাই স্কুল ও চোপড়া গার্লস স্কুলে বিধান নগর ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার-এর উদ্যোগে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ সচেতনতা ক্লাস। এই কর্মসূচিতে সাইবার অপরাধ, মোবাইল আসক্তি, মানব পাচার প্রতিরোধ এবং রক্তদানের গুরুত্ব নিয়ে ছাত্র-ছাত্রীদের বিস্তারিতভাবে অবগত করা হয়।

পুলিশ ও সমাজকর্মী বাপন দাস জানান, এই ধরনের সচেতনতা কর্মসূচির মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের অপরাধমূলক কর্মকাণ্ড, বিভিন্ন সামাজিক প্রতারণা ও অনলাইন স্ক্যামের বিষয়ে সতর্ক করা এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলা।

চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ড. প্রশান্ত বসাক ও চোপড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মিলি সান্যাল বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য এ ধরনের সচেতনতা ক্লাস সময় সময়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এতে তারা বাস্তব জীবনের নানা বিপদ সম্পর্কে আগেভাগেই ধারণা পায়।

অনুষ্ঠানে সমাজকর্মী ভীষ্মদেব বিশ্বাস পরিবেশ সচেতনতা নিয়ে ছাত্রছাত্রীদের সহনশীল ও পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলার গুরুত্ব ব্যাখ্যা করেন। পাশাপাশি রাজু দাস ট্রাফিক নিয়ম ও সড়ক নিরাপত্তা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এই সচেতনতা শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীরা যেমন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে তথ্য পেল, তেমনই নিজেদের দায়িত্ব সম্পর্কে নতুন করে অনুপ্রাণিত হল বলে মত উপস্থিত শিক্ষকমণ্ডলীর।