পুরভোটের মুখে সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে তিন প্রাক্তন কাউন্সিলর তৃনমুলে

নিজস্ব প্রতিবেদন ঃ পুরভোটের দামামা বাজতেই শিলিগুড়িতে সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের তিন তিনজন প্রাক্তন কাউন্সিলর তৃনমুল কংগ্রেসে যোগ দিলেন। তাদের সঙ্গে তাদের নিজ নিজ দলের আরও বেশ কয়েকজন কর্মী সমর্থকও মঙ্গলবার তৃনমুলে যোগ দিয়েছেন। ওই তিনজন প্রাক্তন কাউন্সিলর হলেন সিপিএমের দীপায়ন রায়, বিজেপির খুশবু মিত্তাল এবং কংগ্রেসের দেবশঙ্কর সাহা। এদিন জেলা তৃনমুল কার্যালয়ে সাংবাদিক বৈঠকের সময়ই তাঁরা তুনমূলে যোগ দেন। আর সেই সময় সেখানে তৃনমুল নেতা প্রতুল চক্রবর্তী, গৌতম দেব, অলোক চক্রবর্তী, বেদব্রত দত্ত, রঞ্জন সরকার, মদন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। তৃনমুল নেতৃবৃন্দ জানিয়েছেন বিভিন্ন দল থেকে এরকম আরও কয়েকজন নেতা তাদের দলে যোগদান করতে চেয়ে আবেদন করেছেন।শীঘ্রই সেসবের খবর পাওয়া যাবে। অন্যদিকে প্রাক্তন কাউন্সিলররা তৃনমুলে যোগদানের কারন সম্পর্কে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে। সেই উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তাদের তৃনমুলে যোগদান। এদিনের সেই সাংবাদিক বৈঠকে তৃনমুল নেতা গৌতম দেব ছাড়াও অলোক চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।