
নিজস্ব প্রতিবেদন ঃ বিগত সাত মাস ধরে তাঁরা শিলিগুড়ি শহরে যেসব উন্নয়ন কাজ করেছেন তার জেরেই শিলিগুড়ির মানুষ আরও উন্নয়নের স্বার্থে আসন্ন পুরভোটে তৃনমুল কংগ্রেসকেই বেছে নেবেন বলে আশাবাদী দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী। বিগত দিনে তিনি শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য হিসাবেও কাজ করেছেন। অলোকবাবু মঙ্গলবার খবরের ঘন্টাকে এক সাক্ষাৎকারে বলেছেন, শুধু বিগত সাত মাসের প্রশাসকমন্ডলী হিসাবে কাজের জেরেই নয়, রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার ফলেই এবার শিলিগুড়ির মানুষ তৃনমুল কংগ্রেসকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বোর্ড গঠনে সহায়তা করবেন। যানজট সমস্যা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা সমাধান, জঞ্জাল অপসারণ, নিকাশী ব্যবস্থা চাঙ্গা করা,নদী দূষন রোধ সহ নগর জীবনের অন্য সমস্যাগুলো সমাধানে আরও ব্যাপকভাবে তৃনমুল কাজে নামবে বলেও জানান অলোকবাবু।
