রথের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ, সবুজায়ন এবং নেশা মুক্ত সমাজ গড়ার আবেদন

নিজস্ব প্রতিবেদন ঃ  রথের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ, গাছ লাগাও প্রান বাঁচাও এবং নেশা মুক্ত সমাজ গড়ার আবেদন জানালো শিলিগুড়ি ইসকন।বিগত সাতদিন ধরে আধ্যাত্মিক আলোচনা এবং ভজন কীর্তনের সঙ্গে শিলিগুড়ি ইসকন ওইসব সামজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির আবেদন জানায় সকলের কাছে।

১৯৬৭ সালে আমেরিকার সান-ফ্রানসিস্কো শহরে সর্বপ্রথম ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন রথযাত্রার সূচনা করেন। ইসকন শিলিগিড়ি এই বছর মহাধুম-ধামের সঙ্গে ৩৪’তম রথ যাত্রা পালন করলো।বুধবার ছিলো উল্টো রথ।
বুধবার শিলিগুড়ি ডাবগ্রাম সূর্য নগর মাঠে শ্রীশ্রীজগন্নাথ দেবের রথের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, অনুষ্ঠানে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লক্ষী পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। রথের সামনে নারিকেল -কর্পুর আরতির পর প্রথা মেনে রথের সামনে ঝাড়ু দেওয়া হয়।

ইস্কনের পরিচালনায় এবছর শিলিগুড়ি শহরে এই প্রথম বৃহৎ আকারে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির তৈরি হয় ডাবগ্রাম সূর্য্য নগর মায়দানে।সেখানে প্রতিদিন জগন্নাথ কথা প্রবচনের সঙ্গে ভজন কীর্তন করেন বিভিন্ন ভক্ত।বিশেষ করে শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজও এই অনুষ্ঠানে এসেছিলেন। তিনি ইস্কন পরিচালনমণ্ডলীর সদস্য এবং বিশ্বব্যাপ জগন্নাথ লীলা প্রবচন করেন। তার উপস্থিতি এই বছর শিলিগুড়ি ইসকন রথযাত্রাকে আরও মহিমান্বিত করে তোলে । এসবের বাইরে পরিবেশের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচী যেমন “গাছ লাগাও পরিবেশ বাঁচাও”, “সেফ ড্রাইভ সেভ লাইভ” “নেশা মুক্ত সমাজ গড়ে তোলার ওপর আলোকপাত করা হয় ।
সার্বিক ভাবে ওই রথযাত্রা অনুষ্ঠানটি পরিচালনা করেন শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস ব্রহ্মচারী।
ওই অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য পুলিশ প্রশাসন, মিডিয়া বন্ধু, সর্বোপরি আপামর জানসাধারনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসকনের উত্তর-পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-