শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সেবা কাজ অব্যাহত উল্টো রথেও

নিজস্ব প্রতিবেদন ঃ রথ যাত্রা উৎসব পালনের সঙ্গে সেবামূলক কাজও করলো হায়দরপাড়া ব্যবসায়ী সমিতি। তাদের রথ যাত্রায় মাসির বাড়ি তৈরি হয়েছিল শিবরামপল্লীতে।রথযাত্রার মাধ্যমে সেবামূলক কাজের অঙ্গ হিসাবে বহু মানুষের মধ্যে প্রসাদ বিলি করেন ওই সমিতির সদস্যরা।সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি জানিয়েছেন, সোজা রথেও তাঁরা প্রচুর প্রসাদ যেমন পোলাও ইত্যাদি বিলি করেছেন।উল্টোরথে আরও বেশি পরিমাণে প্রসাদ বিলি করেন। তবে শুধু রথ যাত্রা বলে নয়,সারা বছর ধরেই হায়দরপাড়া ব্যবসায়ী সমিতি রক্তদান শিবির থেকে শুরু করে নানাবিধ সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখেন।মানুষের সেবাকেই তাঁরা প্রকৃত অর্থে জগন্নাথ সেবা বলে মনে করেন বাপি ঘোষ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —