গর্ভবতী এই গরিব আদিবাসী মহিলা কষ্টে আছেন,পাশে দাঁড়ালেন এই সমাজসেবী

নিজস্ব প্রতিবেদন ঃ এক ট্রাক চালকের স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী। নাম নিতু নায়েক কৌশল। বাড়ি বানারহাটের দেবপাড়া চা বাগানে। এই মহিলা আদিবাসী এবং গরিব। গর্ভবতী হলেও গরিব এই মহিলার জন্য স্বাস্থ্য চিকিৎসার কোনো কার্ড ছিলো না। শুরু হয়নি কোনো চিকিৎসা বা ইঞ্জেকশন।শেষমেষ ডুয়ার্সের নিউ হাসিমারার দিদি নম্বর ওয়ান খ্যাত সমাজসেবী শুক্লা দেবনাথ ওই আদিবাসী গরিব মহিলার পাশে দাড়ালেন।শুক্রবার শুক্লাদেবী
নিতু নামের ওই গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন।এর পাশাপাশি শুক্লাদেবী পুরো বিষয়টি নিয়ে মানবিক দৃষ্টিকোন থেকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন। স্বাস্থ্য কেন্দ্র থেকে ওই গর্ভবতী গরিব মহিলার চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার জন্য হেল্থ কার্ড সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-