মানবিক মুখ গৃহবধূর,মেধাবী স্কুল ছাত্রীকে সাহায্য

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শিবমন্দির মাস্টার পাড়ায় গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে মেধাবী স্কুল ছাত্রী তৃষা দত্ত। নাক দিয়ে খুব কষ্টে সে খাবার গ্রহণ করছে।তাঁর চিকিৎসা করতে গিয়ে পরিবারও সর্বস্বান্ত হয়ে গিয়েছে। খবরের ঘন্টায় ওই মানবিক আবেদন সম্পন্ন খবর দেখে শুক্রবার সেই বাড়িতে উপস্থিত হন শিবমন্দিরের গৃহবধূ এবং সমাজসেবী দীপালি ঘোষ।তৃষার দ্রুত আরোগ্য কামনা করে দীপালিদেবী কিছু অর্থ সাহায্য তুলে দিয়েছেন তৃষ্ণার পরিবারের হাতে।
🛑তৃষাকে সাহায্যের জন্য গুগল পে নম্বর 9832580236
Bank Details :
Moumita Dutta
UCO Bank
A/C no 26850110027011
IFSC code : UCBA0002685