পবিত্র মহরমে রক্ত দান, বস্ত্র দানের মতো সামাজিক ও মানবিক কাজ করুন

নিজস্ব প্রতিবেদন ঃ পবিত্র মহরম উৎসবের দিনটিতে রক্ত দান, বস্ত্র দান,স্বাস্থ্য শিবির আয়োজনের মতো সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করার আবেদন রাখলেন
অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা অধ্যাপক নাসির আহমেদ।
ডিজে বাজিয়ে মিছিল করা বা অস্ত্র প্রদর্শন করার দিকে উৎসাহ না দেখানোর বার্তাই দিলেন অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা অধ্যাপক নাসিরবাবু। মহরমের ওই বিশেষ দিনটিতে সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার আর্জিই জানিয়েছেন তিনি।
শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে অধ্যাপক নাসির আহমেদ বলেন, মহরমের পবিত্র দিনটিতে রক্তদান, বস্ত্রদান, স্বাস্থ্য শিবির এবং সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়েই সবাই পালন করুক। প্রার্থনা বা দোয়ার মাধ্যমে হোসেনেত আত্মত্যাগকে স্মরণ করা প্রয়োজন দিনটিকে। অস্ত্র প্রদর্শন কিংবা ডিজে বাজিয়ে মিছিল না করাই শ্রেয় বলে তিনি উল্লেখ করেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-