শিলিগুড়ি এনএইচপিসিতে করোনার টিকা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে উত্তরকন্যার পাশে রয়েছে এনএইচপিসি।সেখানে করোনার টিকাকরন শিবির অনুষ্ঠিত হল বিনামূল্যে। এনএইচপিসির আধিকারিক, কর্মী সহ আশপাশের মানুষদের টিকা দেওয়া হয়। জলপাইগুড়ি জেলা প্রশাসন বিশেষ করে রাজগঞ্জ ব্লকের স্বাস্থ্য প্রশাসন এই টিকাকরনের জন্য সহায়তা করে। প্রথম ডোজ দেওয়া হয় ৫০ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয় ২০০ জনকে।এন এইচ পি সির জেনারেল ম্যানেজার ওয়াই শ্রীনিবাস সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। করোনা যোদ্ধা মেডিক্যাল টিমকে সেখানে সংবর্ধনা দেওয়া হয়।