চা বাগানের শ্রমিকদের ঘর বানিয়ে দেবে রাজ্য, প্রশাসনিক বৈঠকে চা সুন্দরী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ তরাই ডুয়ার্সের চা শ্রমিকদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের উন্নয়নে রাজ্যের নতুন প্রকল্প চা সুন্দরী। মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গের বহু চা শ্রমিক প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত । এখনও উত্তরবঙ্গের লক্ষাধিক শ্রমিক গৃহহীন। বহু বাগান দীর্ঘদীন ধরে বন্ধ রয়েছে আবার বহু বাগান ধুঁকছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এদিন প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চা শ্রমিকদের সহায়তায় তৈরি করেছেন চা সুন্দরী প্রকল্প। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। এই টাকা দিয়ে গৃহহীন চা শ্রমিকদের বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকারের আবাসন দফতর। এই কাজে সহায়তা করবে শ্রম ও ভূমি ও ভূমি সংস্কার দফতর। এই প্রকল্পের আওতায় চা শ্রমিকদের দেওয়া হবে শিক্ষা ও স্বাস্থের সুবিধাও।

প্রথম পর্যায়ে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মুজনাই, ঢেকলাপাড়া, তোর্ষা, লঙ্কাপাড়া, রেডব্যাঙ্ক সহ মোট ৭ টি চাবাগানের ৩৬৯৪ টি গৃহহীন শ্রমিক পরিবারকে ঘর বানিয়ে দেওয়া হবে। আগামী ৩ বছরের মধ্যে তরাই ও ডুয়ার্সের মোট ৩৭০ টি চা বাগানে চা সুন্দরী প্রকল্পে ঘর তৈরি শেষ করার লক্ষ্য মাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।