সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহারের দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি অফিসে বাংলা ভাষায় সাইনবোর্ড ব্যবহারের দাবি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখা। সংগঠনের শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ বলেছেন, “আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখা ধারাবাহিকতা বজায় রাখতে বুধবার শিলিগুড়ির দুটি কার্যালয়ে সাইনবোর্ডে বাংলা যুক্ত করার দাবি জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর কার্যালয় কথা দিয়েছে নভেম্বর মাসে তারা সাইনবোর্ডে বাংলা সংযুক্ত করবে। বর্ধমান রোডস্থিত পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের প্রধান বাস্তুকারও এদিন কথা দিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।
সমিতির সম্পাদক সজল কুমার গুহ তার লেখা বাংলা ভাষার দুটি বই উপহারস্বরূপ ওই দুই কার্যালয়ের আধিকারিকদের হাতে তুলে
দেন। মাতৃভাষার প্রতি দায়বদ্ধতার কথা নিয়ে আলোচনা হয় সেখানে। “