ক্রমশ বাড়ছে ডেঙ্গু, সংবাদ পাঠিকা সোমা ডেঙ্গু আক্রান্ত হয়ে নার্সিং হোমে

নিজস্ব প্রতিবেদন ঃক্রমশই বাড়ছে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হলেন বিশিষ্ট সংবাদ পাঠিকা সোমা দাস।খবরের ঘন্টা এবং ইউডি নিউজ চ্যানেলে নিয়মিত সংবাদ পাঠ করে বহু দর্শকের কাছে জনপ্রিয় সোমা। এর আগে আমার কেবল এ নিয়মিত সংবাদ পাঠ করতেন সোমা।তাঁর সংবাদ পাঠের কৌশল বহু দর্শক শ্রোতাকে আকৃষ্ট করে। সোমার দুই শিশু সন্তান রয়েছে। এরমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হওয়াতে সোমাকে শিলিগুড়ি কলেজ পাড়ার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ স্মরজিৎ বনিক সোমার চিকিৎসা করছেন।ওই নার্সিং হোমে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও অনেকে ভর্তি রয়েছেন। কিন্তু ডেঙ্গু হওয়ার পর কি কি সমস্যা হতে পারে, তাঁর কি কি লক্ষন হয়েছিল, সচেতনতার জন্য নার্সিং হোমের বেড থেকেই কিছু বক্তব্য জানালেন শিক্ষিকা সোমা।