উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন ঃ প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে নতুন বাণিজ্য দিগন্ত খুলে দিল ভারতীয় রেল। চেন্নাই থেকে ভুটানের কেনা ৭৫ টি ইসুজু গাড়ি মালবাহী ট্রেনে চড়ে বৃহস্পতিবার রাত সাড়ে নটায় পৌঁছায় আলিপুরদুয়ারের হাসিমারা রেল স্টেশনে । শুক্রবার সকালে গাড়িগুলি সড়কপথে ভুটানে রওনা হয়। এটি ইন্দো-ভুটান বানিজ্যিক প্রসারে রেলের আলিপুরদুয়ার ডিভিশনের একটি অগ্রনী পদক্ষেপ।আগামী দিনে এই বাণিজ্যের পথ ধরে অর্থনৈতিক উন্নয়ন হবে আলিপুরদুয়ারের এই এলাকার এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।