ছোট্ট ঈশাঙ্কের জন্মদিনে ভবঘুরেদের হাতে কম্বল ও রাতের খাবার

নিজস্ব প্রতিবেদন ঃ নিউ জলপাইগুড়ি স্টেশন ও তার আশেপাশে শীতের মধ্যে অনেক ভবঘুরে অসহায় মানুষ রাস্তার পাশে, স্টেশনে রাত কাটায়। তাঁদের এই শীতের কষ্ট কিছুটা লাঘব করতে ওম্যানস এওয়ারনেস এন্ড হেল্পিং হ্যান্ডস থেকে রবিবার রাতে তাঁদের হাতে তুলে দেওয়া হয় কিছু কম্বল এবং রাতের খাবার। রবিবার ছিল ছোট্ট ঈশাঙ্ক এর জন্মদিন।ওম্যান্স এওয়ারনেস এন্ড হেল্পিং হ্যান্ডস থেকে সভাপতি বিল্টু চৌধুরী বলেছেন , ছোট্ট শিশু ঈশাঙ্কের জন্মদিন উপলক্ষে তাঁদের বাবা ও মায়ের এই অন্য রকম ভাবনাকে আমরা কুর্নিশ জানাই।বিশেষ দিনগুলোর আনন্দ এই ভাবে সকলের সাথে ভাগ করে নিলে অনেক মানুষ উপকৃত হয়।ওম্যানস এওয়ারনেস এন্ড হেল্পিং হ্যান্ডসের শিলিগুড়ি পরিবারের পক্ষ থেকে ঈশাঙ্ক এর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা, আপনারাও ঈশ্বর এর কাছে প্রার্থনা করুন ও যেনো একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে