মানবিক মুখ শিলিগুড়ি থানার আইসি ও ইউনিক ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদন ঃ গত ১৯ নভেম্বর শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়া অঞ্চলে এক অতি দরিদ্র ফুচকা বিক্রেতা সুরেন্দ্র গুপ্তার ঘর সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়। বাবা ছেলেকে নিয়ে ফুচকার দোকানে গিয়েছিলেন। মা ছোট ছেলেকে নিয়ে গ্রামে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয় ফুচকা বিক্রেতার ঘর। শিলিগুড়ি থানার আই.সি সুদীপ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে মানবিক মুখ নিয়ে কাজ শুরু করেন।সেই সঙ্গে সেই বাড়িতে পৌঁছে যায় ইউনিক ফাউন্ডেশনের টিম। যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আই.সি সুদীপ চক্রবর্তী ও ইউনিক ফাউন্ডেশন সুরেন্দ্র গুপ্তার জন্য নতুন ঘর নির্মাণ করে। সেই ঘরের নামকরন করা হয় *ইউনিক ঘর*। সোমবার বেলা একটায় নবনির্মিত ঘরে সুরেন্দ্র গুপ্তা নতুন করে বসবাস শুরু করছেন। সুরেন্দ্র গুপ্তার তিন ছেলে, এক মেয়ে। তাদের পড়াশোনার সামগ্রী সব আগুনে পুড়ে গিয়েছে। তাদের পড়াশোনা যাতে থেমে না থাকে তারজন্য সব রকমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আই.সি সুদীপ চক্রবর্তী । ইউনিক ফাউন্ডেশন টিমের পক্ষ থেকে থেকে খাট, কিচেন আসবাবপত্র, রেশন সামগ্রী, কম্বল, লেপ, তোশক, পুরো পরিবারের জন্য শীতের বস্ত্র ব্যবস্থা করা হয়েছে ।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি ও ইউনিক ফাউন্ডেশন টিমের পক্ষে অনুপ বসু, বিজয় ছেত্রী, পায়েল গুহ প্রমুখ।