এবার রাস মেলায় ২০০ কোটির ব্যবসা

নিজস্ব প্রতিবেদন ঃ গত ২৭ শে নভেম্বর কোচবিহারের রাস মেলা শেষ হয়েছে । সোমবার ভাঙ্গা মেলাতেও কেনাবেচা হয়েছে জোরকদমে। এবার রাস মেলায় প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছেন ব্যবসায়ীরা। শুরু থেকেই মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর মেলার ব্যবসায়ীরা হতাশ হলেও এবার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। সোমবার ভাঙ্গা মেলায় সকাল থেকেই বহু মানুষের ভিড় ছিলো । সকাল থেকেই হয়েছে বেচাকেনা। ইতিমধ্যে প্রশাসন পক্ষ মেলায় বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকেই দোকান গোটাতে শুরু করবেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ী তাদের দোকান গুটিয়ে ফেলেছেন। তার মধ্যেও মেলার মাঠে রয়েছে মানুষের ভিড়। শেষ বেলায় চলছে ব্যাপক হারে বেচাকেনা।