
নিজস্ব প্রতিবেদন ঃ কোচবিহার জেলার হলদিবাড়ি গ্রামের দুই কৃষক পরিবারের মেধাবী ছাত্রকে বুধবার শিলিগুড়িতে ভরসা গ্রুপ এবং পঞ্চপান্ডবের প্রয়াসে দুটি ল্যাপটপ তুলে দেওয়া হল।শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী আমোস শেরিং তাদের ভরসা গ্রুপের সদস্যদের নিয়ে দুটি নতুন ল্যাপটপ কিনে দিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন।ভরসা গ্রুপ প্রতিদিন শিলিগুড়ির বিভিন্ন অভুক্ত মানুষকে খাবার পৌঁছে দিচ্ছে। এদিন জামালদহের বিখ্যাত পঞ্চপান্ডব গ্রুপের সমাজসেবী মৃন্ময় ঘোষ ওই দুই মেধাবী ছাত্রকে শিলিগুড়ি নিয়ে আসেন হলদিবাড়ি থেকে। বহু বছর ধরেই নিঃশব্দে অসংখ্য মানবিক ও সামাজিক কাজ করে চলেছে পঞ্চপান্ডব।কিন্তু তাঁরা তাদের সেসব ভালো কাজের কোনো প্রচার চান না সংবাদ মাধ্যমে। এদিন যেদুজন মেধাবী ছাত্রকে শিলিগুড়ি নিয়ে আসা হয় তাঁরা কৃষক পরিবারের সন্তান। একজন উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজে অন্যজন কলকাতার আর জি করে ডাক্তারি পড়ছে। কিন্তু ল্যাপটপ না থাকায় অনলাইনে তাদের ডাক্তারির ক্লাস করতে অসুবিধা হচ্ছিল। এদিন শিলিগুড়ি প্রধাননগরের ওয়ার্ল্ড ভিশনের কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ল্যাপটপ সংগ্রহ করে।
