ন’ বছর বয়সেই ঠাকুরের দর্শনে মুগ্ধতা—শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অনবদ্য শৌনক ভাদুড়ি

নিজস্ব প্রতিবেদক :
বয়স মাত্র ন’ বছর পাঁচ মাস। ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শৌনক ভাদুড়ি। পড়াশোনা ইংরেজি মাধ্যমে হলেও ভারতীয় সনাতনী সংস্কৃতি ও আধ্যাত্মিক ভাবনার প্রতি তার গভীর আগ্রহ সকলকে বিস্মিত করেছে। সেই আগ্রহেরই এক ব্যতিক্রমী প্রকাশ ঘটল রবিবার, ২৮ ডিসেম্বর শিলিগুড়িতে।

পয়লা জানুয়ারি শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসবের প্রাক্কালে শিলিগুড়ি শ্রী সারদা সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে শৌনক শ্রীরামকৃষ্ণের ভূমিকায় একটি সংক্ষিপ্ত একাঙ্ক অভিনয় পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয়। শিলিগুড়ি এস এফ রোডের মাহেশ্বরী সেবা সদনে সারদা মায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শৌনকের অভিনয় ছিল বিশেষ আকর্ষণ।

মঞ্চে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভূমিকায় শৌনকের মুখে উঠে আসে—“তোমাদের চৈতন্য হউক”—সহ ঠাকুরের আরও কিছু বাণী। শিশুকণ্ঠে এই গভীর দর্শনধর্মী উক্তি উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেয়। বয়সের তুলনায় অভিনয়ে যে পরিণত ভাব ও আধ্যাত্মিক অনুভব ফুটে উঠেছিল, তা এককথায় প্রশংসনীয় বলে মত প্রকাশ করেন উপস্থিত সকলে।

মাত্র চতুর্থ শ্রেণিতে পড়েও শৌনকের অভিনয়ের মাধ্যমে ঠাকুরের ভাবধারা ও দর্শনের প্রতিফলন সত্যিই বিরল ও অনবদ্য—এমনটাই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, শৌনকের বাবা প্রয়াত শৌভিক ভাদুড়ি ছিলেন তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক। বাবার অকালপ্রয়াণের পর শৌনকের মা ঝুমা ভাদুড়ি পরিশ্রম ও যত্নের সঙ্গে সন্তানকে মানুষ করে তুলছেন। তাঁর এই লালন-পালনের মধ্যেই যে শৌনকের মধ্যে এমন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটছে, তা অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে।