ছোট্ট শিশু সোহনের জন্য মানবিক আবেদন

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার স্কুল শিক্ষিকা কৌশিকী সরকার শনিবার ছোট শিশু সোহনকে কিছু অর্থ সাহায্য করলেন। সোহন ব্রেন টিউমারে আক্রান্ত। খবরের ঘন্টায় মানবিক আবেদন দেখে এদিন সোহনের পাশে থেকে মনুষ্যত্ব এবং মানবিক ধর্মের পরিচয় দেন কৌশিকীদেবী।সোহনের মা এরজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। কৌশিকীদেবীর মতো আরও অনেকে এগিয়ে এলে ছোট্ট শিশু সোহন সবসময় হাসতে পারে।চার বছরের শিশু সোহন পাল ব্রেন টিউমার আক্রান্ত। ওর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছে ওর পরিবার। যোগাযোগের নম্বর ৯৬৪১৮৯৮২৬৩।