
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের টোটো অবশেষে মেরামত হয়েছে মানুষের সহযোগিতায়।কদিন আগে মুনমুনদেবীর টোটো খারাপ হলে তা মেরামত করতে সমস্যায় পড়েন তিনি। কারন আর্থিক সঙ্কট। শেষে খবরের ঘন্টার মাধ্যমে লাইভ অনুষ্ঠান করে মানুষের কাছে আবেদন জানানো হয়। আর তাতেই বিভিন্ন মানুষ মানবিক মুখ নিয়ে এগিয়ে আসেন। শেষে মেরামত হয়েছে টোটো।যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুনমুনদেবী।
