ভীমভার দৃষ্টিহীন বিদ্যালয়ে কম্বল বিতরন

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার শিলিগুড়ি মহকুমার বিধাননগর ভীমভার দৃষ্টি হীন স্নেহাশ্রম বিদ্যালয়ে কম্বল বিতরন করা হয় শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির পরিচালনায়। কোচবিহার জামালদহের স্বেচ্ছাসেবী সংস্থা পঞ্চপান্ডব, শিলিগুড়ি ভরসা গ্রুপের সোনমদিদি, আমোস শেরিং, বিনয় তামাং এই মানবিক কাজে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তুভ দত্ত।