
নিজস্ব প্রতিবেদনঃজলপাইগুড়ির সাতটি বিধানসভার মোট ৫৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে জেলার তিনটি গণনা কেন্দ্রে। মালবাজার এবং নাগরকাটা বিধানসভার গণনা হবে মাল পরিমল মিত্র কলেজে। জলপাইগুড়ি সহ ধূপগুড়ি, রাজগঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার গণনা হবে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে থাকা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এবং ময়নাগুড়ি বিধানসভার গণনা হবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভবনে। দ্বিতীয় ক্যাম্পাস এবং নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবনদুটি মুখোমুখি অবস্থিত। প্রার্থীদের ভাগ্য আপাতত এই তিন গণনা কেন্দ্রের স্ট্রংরুমে বন্দি রয়েছে।স্ট্রংরুমে ঢোকার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। প্রথম স্তরে রয়েছে রাজ্য পুলিশ, দ্বিতীয় এবং তৃতীয় স্তরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। গণনা কেন্দ্রের পরিকাঠামো তৈরি করার কাজে যুক্ত শ্রমিক থেকে জেলা প্রশাসনের আধিকারিক, কাউকেই নির্বাচন কমিশনের দেওয়া অনুমতি পত্র ছাড়া গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।আর গননা কেন্দ্রের সর্বত্র করোনা বিধি অবলম্বন করা হচ্ছে।
