
নিজস্ব প্রতিবেদন ঃ ন্যাশনাল করোনা ওয়ারিয়র এওয়ার্ড দেওয়া হল শিলিগুড়ি শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারকে। করোনা পরিস্থিতিতে তাঁর অসামান্য সেবাকে স্বীকৃতি দেওয়া হল শুক্রবার। এন্টি কোরাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া থেকে শুক্রবার স্বীকৃতি হিসাবে মুনমুনদেবীর হাতে স্মারক তুলে দেওয়া হয়। মুনমুনদেবী বিগত এক বছর আগে করোনা শুরু হওয়ার পর থেকে বিনা পয়সায় তাঁর টোটোতে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। এখন আবার তিনি করোনা আক্রান্তদের বাড়িঘর বিনা পয়সায় স্যানিটাইজ করে দিচ্ছেন। শুক্রবার এন্টি কোরাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার স্থানীয় চেয়ারম্যান নবেন্দু দে ওই খবর দিয়েছেন।
