
নিজস্ব প্রতিবেদন ঃশনিবার জলপাইগুড়ি কোতয়ালি থানা, সদর ট্রাফিক পুলিশ ,মহিলা থানা সহ সাইবার সেলের উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির। কোতোয়ালি থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওই রক্তদান শিবিরে বহু পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদানের মত মহান কাজে সামিল হন।এই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন জানিয়েছেন ,জেলায় রক্ত সংকট সমাধানের লক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন। শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী।
