তিন দিনের ক্যুইজ প্রতিযোগিতা শুরু শিলিগুড়ি আর্য সমিতিতে

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার আর্য্য সমিতি ৭৫ তম বৎসর উদযাপন সারা বছর ধরে পালন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে।সেই সিদ্ধান্ত অনুযায়ী সরস্বতী পূজার দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ‍্য দিয়ে বর্ষব্যাপী উৎসবের সূচনা হয়েছিল।সেই উৎসবের একটি অঙ্গ হিসাবে তিনদিনের শিলিগুড়ি ক্যুইজ ফেস্টিভ্যাল শুরু হলো শনিবার ।শিলিগুড়ি ক্যুইজ ক্লাবের সহযোগিতায় এই আন্তঃ স্কুল ক্যুইজ শুরু হয়েছে। ইংরেজি ও বাংলা মাধ‍্যমের মোট ৭০টি স্কুল তাতে অংশ নেয়। ১২ রকমের বিভিন্ন বিভাগের নানান প্রশ্ন নিয়ে এই ক্যুইজ প্রতিযোগিতা শুরু হয়।শনিবার দেশবন্ধু পাড়ায় সেই ক্যুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।অনুষ্ঠানে চার নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা,৩০ নম্বর ওর্য়াডের প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস,২৭ নম্বর ওর্য়াড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার এবং অন‍্যান‍্য সমিতির সদস‍্যারা উপস্থিত ছিলেন ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ক্যুইজ প্রতিযোগিতার সূচনা হওয়ার পর ক্যুইজে অংশগ্রহণকারী সব ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার বলেন, ক্যুইজ মাষ্টারদের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে। আর্য্য সমিতি শিলিগুড়ি শহরের একটি ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষা করবার দায়িত্ব সকলের।এর পাশাপাশি আগামীতে আর্য সমিতিকে নতুন রূপে তুলে ধরার চেষ্টা তাঁরা করবেন বলেও রানাবাবু জানান ।

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —