করোনা আক্রান্ত গরিব মানুষদের চিকিৎসার জন্য শিলিগুড়িতে বিনামূল্যে হাসপাতাল

নিজস্ব প্রতিবেদনঃশিলিগুড়িতে ওয়েলফেয়ার অর্গানাইজেশন, লিভার ফাউন্ডেশন, ফোরাম ফর হিউম্যানিটি ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে চালু হচ্ছে ফ্রি কোভিড সেফহোম ও হাসপাতাল। এতে থাকছে কুড়িটি শয্যা। থাকছে নার্স, স্বাস্থ্য কর্মী চিকিৎসকদের দল। বিনামূল্যে মিলবে রোগীদের খাওয়ার।
যোগাযোগ ৯৭৭২২২৭৪৮৭।৩১ মে থেকেই শুরু হতে চলেছে এই হাসপাতাল। করোনা আক্রান্ত গরিব মানুষের চিকিৎসাই হবে এখানে। প্রসঙ্গত করোনার এই সময় বহু গরিব মানুষ সমস্যা বা চিন্তায় পড়ছেন।কেননা তাদের পক্ষে টাকা খরচ করে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। আর সরকরি হাসপাতালে সবসময় চিকিৎসার জন্য বেড পাওয়া যায় না। ফলে অনেক সময় এই দ্বিতীয় ঢেউয়ে বিনা চিকিৎসাতেও কোথাও কোথাও গরিব মানুষের মৃত্যু হয়েছে। সেদিক থেকে করোনা আক্রান্ত গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসার জন্য এই হাসপাতাল এক অন্যরকম প্রয়াস বলেই বিভিন্ন মহলের অভিমত।