
নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি হায়দরপাড়া লাগোয়া গীতালপাড়ার বাসিন্দা হরেকৃষ্ণ মহান্ত রবিবার সকালে মারা যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।বেশ কিছুদিন আগে করোনা জয় করে বাড়ি ফিরেছিলেন তিনি।কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।যদিও এবারে তিনি আর করোনা আক্রান্ত হননি।কিন্তু করোনাত্তর অসুস্থতার জেরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে রবিবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।কিন্তু মৃত বাবার সৎকাজে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন কাওকে না পেয়ে ছেলে সার্থক মহান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা আমরা বেকারের দ্বারস্থ হয়।রবিবারই আমরা বেকারের উদ্যোগে শিলিগুড়ি কিরনচন্দ্র শ্মশানঘাটে সৎ কাজ সম্পন্ন হয় মৃত হরেকৃষ্ণ মহান্তর মৃতদেহ ।এখবর জানিয়েছেন আমরা বেকার সংগঠনের সমাজসেবী সজল দত্ত।
