
নিজস্ব প্রতিবেদন ঃ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের সংকট মেটাতে কলকাতা থেকে মালদা মেডিকেলে ব্লাড ব্যাংকে রক্ত পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ।আগামী দুই-তিনদিনের মধ্যেই কলকাতা মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থেকে প্রায় ৫০০ ইউনিট রক্ত মালদা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে বলে মেডিকেল সূত্রের খবর। মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকের শতাধিক ইউনিট রক্ত মজুত থাকলেও প্রায় অধিকাংশ সময়ে একাধিক রক্তের ভান্ডার শুন্য দেখা যায়। যার ফলে রোগীর আত্মীয়দের রক্ত পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। এদিকে শুক্রবারও মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে বেশকিছু ইউনিটের রক্ত শূন্য দেখা যায়। চিকিৎসা করতে আসা এক রোগীর আত্মীয় জানান রক্ত ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ডোনার নিয়ে এলেই রক্ত পাওয়া যাচ্ছে। এরকম পরিস্থিতিতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে।
মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকে মাঝেমধ্যেই রক্তের ভাড়ার শূন্য হয়ে যায় করোনাকালে নিয়মিত রক্তদান শিবির অনুষ্ঠিত না হওয়ায়। বেশ কিছুদিন ধরেই মেডিকেলে রক্ত সংকট চলছিল তবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে কিন্তু এখনো শিবিরগুলোতে সেভাবে রক্তদানে এগিয়ে আসছেন না সবাই। ফলে চাহিদা অনুযায়ী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি রয়েছে। বেশকিছু গ্রুপের রক্ত না থাকায় রোগীর পরিজনদের ডোনার এনে রক্ত সংগ্রহ করতে হচ্ছে।
এমনই এক কঠিন সময়ে শেষ পর্যন্ত সংকট মেটাতে কলকাতা থেকে রক্ত আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদা মেডিকেল কলেজ সূত্রে খবর ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় রক্তের গ্রুপের তালিকা পাঠানো হয়েছে মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান আপাতত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের কোন রক্ত পাওয়ার বিষয়ে সমস্যা নেই। রুটিনমাফিক রক্ত নিয়ে আসা হচ্ছে। যখন মানিকতলা ব্লাড ব্যাংকে প্রয়োজনের তুলনায় বেশি রক্ত জমা থাকে তখনই সেই অতিরিক্ত রক্ত বিভিন্ন ব্লাড ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়।
