
নিজস্ব প্রতিবেদন ঃ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার রাতে সেজে উঠেছে জলপাইগুড়ির জগন্নাথ গৌড়ীয় মঠ।রং বেরঙের আলো দিয়ে সাজানো হয়েছে গৌড়ীয় মঠ চত্বর। সারারাত ধরে ভক্তদের জন্য নাম কীর্তনের আয়োজন করা হয়েছে এখানে। রয়েছে প্রসাদের ব্যবস্থাও। করোনা আবহের মধ্যেও অসংখ্য ভক্ত এসেছেন পুরাতন পুলিশ লাইনের গৌড়ীয় মঠে। কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও দিনটি গোকুলাষ্টমী নামেও পরিচিত। তবে এবার করোনা আবহের মধ্যে জাঁকজমকহীনভাবেই দিনটি পালন করা হচ্ছে। রয়েছে পুলিশি ব্যবস্থা।
