নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ নারী পাচারের বিরুদ্ধে এর আগে খবরের ঘন্টা নিবেদন করেছিল একটি গান।আজ আর একটি নিবেদন করা হচ্ছে। পত্রিকা সম্পাদকের লেখা নারী পাচারের বিরুদ্ধে এই গানে সুর দিয়েছেন পত্রিকার সহ সম্পাদিকা শিল্পী পালিত। যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেছেন সুপ্রিয় ব্যানার্জী। আর অডিও এডিটিং করেছেন দেবাশিস রায়। ভিডিও এডিটিং বিকি সাহা। গানটি তৈরিতে সহযোগিতা করেছে শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ এবং শিলিগুড়ি তরাই বি এড কলেজ।তাছাড়া ফুলবাড়ি চ্যাংরাবান্ধার সোয়াসতিকা ইকো পার্ক রির্সটও এই কাজে সহযোগিতা করেছে। সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়, সিনির শেখর সাহা এবং অভিজিৎ দাসওএকাজে সহযোগিতা করেছেন।আসুন নিচের লিঙ্কে ক্লিক করে গানটি শুনি।