অ্যাপের সাহায্যে সহজেই অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদনঃ অ্যাপের সাহায্যে সহজে এম্বুলেন্স পরিষেবা। আপনার আশপাশে হঠাৎ কোনও প্রিয়জন অসুস্থ, কিছু বুঝে উঠতে পারছেন না কি করবেন। কিন্তু আপনার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করা থাকলে তার সাহায্যে সহজেই পেয়ে যেতে পারেন এম্বুলেন্স পরিষেবা। কলকাতার সিভিল ইঞ্জিনীয়ার সজল কুমার বসু এই অ্যাপস উদ্ভাবন করেছেন।এখন এই অ্যাপসের প্রচারের জন্য সারা রাজ্যে ঘুরছেন সজলবাবু। দুদিন আগে তিনি এর প্রচারের জন্য পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হকের মানব সেবা সদন হাসপাতালেও পৌঁছান।