
নিজস্ব প্রতিবেদন ঃ ঠিক একবছর আগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার প্রভাত চক্রবর্তী প্রয়াত হয়েছিলেন। বৃহস্পতিবার ছিল তাঁর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান। আর সেই মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এদিন প্রয়াত প্রভাত চক্রবর্তীর স্ত্রী অদিতি পি চক্রবর্তী আর্থিকভাবে অনগ্রসর মহিলাদের মধ্যে কিছু নতুন শাড়ি বিতরনের উদ্যোগ নেন। সেজন্য অদিতিদেবী, তাঁর পুত্র ডাঃপুস্পল চক্রবর্তী, কন্যা পামেলা শাড়িগুলো ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের হাতে তুলে দেন। মুনমুনদেবী শাড়িগুলো দেবী পক্ষের সূচনার দিন তুলে দেবেন দুঃস্থ মহিলাদের হাতে। প্রয়াত প্রভাত চক্রবর্তী কাজের ফাঁকে হোমিওপ্যাথির চর্চা করতেন। তার নিদর্শন হিসাবে তাঁর ঘরে রয়েছে বহু হোমিওপ্যাথি ওষুধ। সেই সব ওষুধ এদিন অদিতিদেবী শিলিগুড়ি দুই মাইল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির আশ্রমে দান করেন। ওই আশ্রমে গরিবদের বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়। এদিন আশ্রমের তরফে নীলদীপ দত্ত ওষুধগুলো গ্রহণ করেন অদিতিদেবীর হাত থেকে। সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী জানিয়েছেন, তাঁর স্বামী মানবিক ও সামাজিক কাজ করতে ভালোবাসতেন। সেই দিকে তাকিয়ে আগামীদিনে তাঁরা আরও এরকম কর্মসূচি গ্রহণ করবেন।
