স্বামী অভেদানন্দের জন্মতিথি উদযাপিত

অর্পিতা দে সরকার ঃ বৃহস্পতিবার শিলিগুড়ি প্রধান নগরের শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমে স্বামী অভেদানন্দের জন্মতিথি উদযাপিত হয় করোনা বিধি মেনে। ভক্তিমূলক সঙ্গীত, বক্তব্য আলোচনার পাশাপাশি মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এরপর সকলের মধ্যে বিলি করা হয় প্রসাদ। সঙ্গীত শিল্পী চন্দ্রানি দে সরকার সেখানে সঙ্গীত পরিবেশন করেন।