আলোর উৎসবের আগে দৃষ্টিশক্তি ফেরানোর প্রয়াস

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ঃ শিলিগুড়ি শান্তি নগর ডাবগ্রামের স্কুল ছাত্রী অন্তরা সরকারের ডান চোখের দৃষ্টি শক্তি শারদীয়া দুর্গোৎসবের আগে ফেরানো হয়েছিল। এবার তার বাম চোখের দৃষ্টি শক্তি ফেরানোর প্রয়াস শুরু হল আলোর উৎসবের আগে। শনিবার শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জী অন্তরার বাম চোখের ছানি অপারেশন করেন। ডাঃ সুপ্রতীক ব্যানার্জী জানিয়েছেন, আলোর উৎসবের আগেই অন্তরার বাম চোখের দৃষ্টি শক্তি ফিরবে বলে তাঁরা আশা করছেন।
অন্তরা প্রীতনাথ হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। বহু দিন ধরে তার কিডনির অসুখ চলছে। এরমধ্যেই এক বছর আগে তার দুচোখের দৃষ্টি শক্তি চলে যায় ছানির জেরে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে কোনো পরিকাঠামো না থাকায় অন্তরাকে চোখের ছানি অপারেশনের জন্য কলকাতার পি জি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আর্থিক সঙ্কট থাকায় অন্তরার পরিবার পিজি হাসপাতালে যোগাযোগ করতে পারেনি। শেষে এই বিষয়ে খবরের ঘন্টায় মানবিক আবেদন জানিয়ে সংবাদ সম্প্রচার করা হয়। খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ ব্যক্তিগতভাবে হিমালয়ান আই ইন্সটিটিউটের সমাজসেবী কমলেশ গুহর নজরেও নিয়ে আসেন বিষয়টি। এরপর সেখানে বিনা পয়সায় অন্তরার দুই চোখের ছানি অপারেশনের প্রয়াস শুরু হয়। অন্তরা পড়াশোনা করতে ভালোবাসে এবং সে ভালোবাসে ছবি আঁকতেও। শনিবার ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়নের অনিতা বনশাল অন্তরার বাম চোখের ছানি অপারেশনের খরচ বহন করেন এর আগে ডান চোখের ছানি অপারেশনের খরচ বহন করেছিলেন রোটারি ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়নের কুলদীপ বনশাল। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যনার্জী জানিয়েছেন, দুর্গা পুজোর আগে অন্তরার ডান চোখের দৃষ্টি শক্তি ফিরেছে এবার আলোর উৎসবের আগে বাম চোখের দৃষ্টি শক্তি ফিরতে চলেছে।