
অর্পিতা দে সরকার : কালীপূজা বা দীপাবলির সময় নিষেধাজ্ঞা সত্ত্বেও শব্দ বাজি ও আতসবাজি পোড়ানোর আশঙ্কা তৈরি হয় প্রতিবছর। করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই সময় প্রশাসন এবং পুলিশের কাছে সমস্ত রকম বাজি বন্ধের আর্জি জানিয়ে এবং মানুষকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে সাংবাদিক সম্মেলন করলো পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটি।
শনিবার বালুরঘাটের লেবার কমিউনিটি সভাঘরে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তুহিন শুভ্র মন্ডল, সঙ্গীত কুমার দেব, বিজন সরকার, সমীর কর্মকার,প্রদীপ সাহা, হারান মজুমদার, রাহুল রায়,প্রসেনজিৎ দাস, ,পিন্টু বিশ্বাস,অঞ্জন দাস, শ্রুতি গোস্বামী, নীলাদ্রি শেখর মুখার্জী ,তমাল কান্তি সাহা প্রমুখ।
সম্মেলন শুরুর প্রথমে রাজ্যের পরিবেশবাদী সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম সবুজ মঞ্চের ভাবনায় বাজি সচেতনতামূলক কার্টুন পোস্টার প্রকাশ করা হয়। এই কাজে সবুজ মঞ্চের সঙ্গী ছিল দিশারী সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটি। এরপর গত দুবছরের মত এবারও কালীপূজার দুদিন দূষণ জনিত সমস্যার কথা মানুষ যাতে জানাতে পারে তারজন্য কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয় ।

দিশারী সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে তুহিন শুভ্র মন্ডল বলেন, ‘ কলকাতা হাইকোর্ট সমস্ত রকম বাজি নিষিদ্ধ করেছে বলে জেনেছি। আমরাও সমস্ত রকম বাজি নিষিদ্ধ করার আবেদন জানালাম। কেননা সবুজ বাজি কোনগুলি এ নিয়ে বিভ্রান্তি রয়েছে। শব্দ বাজির সঙ্গে আতশ বাজিতেও দূষণ হয় । ডিজের ফলেও ব্যাপক শব্দ দূষণ হয়। এর সঙ্গেই এয়ার হর্নের ব্যাপক সমস্যা বেড়েছে শহরে। এ সব নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ – প্রশাসন। মানুষ সচেতন হোক। এই মর্মেই আমাদের সাংবাদিক সম্মেলন। ‘
এদিনের সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রাবলী পাল।