
নিজস্ব প্রতিবেদন ঃ দূষনে জেরবার শিলিগুড়ি মহানন্দা নদী। নদীর জল দূষিত। নদীর দুপাশে বেআইনীভাবে নানান বাড়িঘর বা অবৈধ নির্মাণ হয়েছে। দখল হয়ে যাচ্ছে নদীর চর। শিলিগুড়ি মহানন্দা বাঁচাও কমিটির তরফে জ্যোৎস্না আগরওয়ালা সামগ্রিকভাবে মহানন্দা বাঁচাতে গ্রীন ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে গ্রীন ট্রাইবুনাল একটি কমিটিকে নদী এলাকা পরিদর্শন করে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় । সেই রিপোর্ট গ্রীন ট্রাইবুনালে পেশ করা তথা মহানন্দা বাঁচাতে কি কি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারজন্য দাবি জানিয়ে চলেছে মহানন্দা বাঁচাও কমিটি। শনিবার মহানন্দা বাঁচাও কমিটির তরফে আইনজীবী অমলেশ রায় শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই দাবি বা আবেদন জানান। সেখানে উপস্থিত জ্যোৎস্না আগরওয়ালা বলেন, মহানন্দা বাঁচাতে কার্যকরী সব ব্যবস্থা গ্রহনের দাবি তাঁরা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। শিলিগুড়ির মানুষ এবং পরিবেশের স্বার্থে তাঁরা দীর্ঘদিন ধরে মহানন্দা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।
