নিজস্ব প্রতিবেদন:
গুজরাটের সুরাটে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ১৭তম কুডো ইন্টারন্যাশনাল অক্ষয় কুমার টুর্নামেন্ট, যেখানে সারা দেশ থেকে যোগ দিয়েছেন অসংখ্য প্রতিযোগী। এই প্রতিযোগিতায় ইতিহাস রচনা করল বাংলা— প্রথমবারের মতো পদক জয় করলেন দুই তরুণ প্রতিযোগী সানভি বর্মন ও নৈতিক সাহা।

২৯ অক্টোবর, সুরাটের দিনদয়াল উপাধ্যায় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মানের কুডো টুর্নামেন্টে সানভি ও নৈতিক অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সাফল্য অর্জন করেন। তাদের এই জয় শুধু উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্যের গর্ব।
বাংলা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে উপস্থিত হয়েছেন আরও বহু কুডো যোদ্ধা ও শিক্ষার্থী। এই প্রতিযোগীদের নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট কুডো প্রশিক্ষক সেনসি সহদেব বর্মন, যিনি বর্তমানে কুডো ওয়েস্ট বেঙ্গল-এর সভাপতিও বটে।তিনি জানিয়েছেন, শিলিগুড়ি ও উত্তরবঙ্গ থেকেও আরও প্রতিযোগী সেখানে অংশ নিচ্ছে। এক এক করে তাদের ফলাফল আসবে।
সহদেব বর্মনের প্রশিক্ষণ ও তত্ত্বাবধানে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগী তাদের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও নেতৃত্বে বাংলা আজ কুডো মঞ্চে নতুন দিগন্তে পা রাখল।
টুর্নামেন্টে সানভি ও নৈতিকের পদকজয় প্রমাণ করে দিয়েছে— দক্ষতা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা থাকলে বাংলার প্রতিভা আন্তর্জাতিক মঞ্চেও ছাপ ফেলতে পারে।
কুডোর এই জয় শুধু দুটি তরুণ প্রতিযোগীর নয়, বরং গোটা রাজ্যের ক্রীড়াক্ষেত্রের এক গৌরবময় মুহূর্ত।

