
নিজস্ব প্রতিবেদন ঃ শিবমন্দির থেকে সেভক পর্যন্ত রাস্তা চওড়া হচ্ছে। কেন্দ্র সরকার এজন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। রাস্তা যেমন চওড়া হবে তেমনই উড়াল পুল তৈরি হবে। আর এই কাজ শেষ হলে শিলিগুড়ি দার্জিলিং মোড়ের গুরুতর যানজট সমস্যারও সমাধান হতে চলেছে। কিন্তু এই রাস্তা নির্মাণের সঙ্গে সঙ্গে বহু উচ্ছেদের আশঙ্কাও তৈরি হয়েছে। ভাঙা পড়বে অনেক দোকান, পিছিয়ে নিতে হবে অনেক মার্কেট কমপ্লেক্স বা বাজার। রাজ্য সরকারও তাই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এস জে ডি এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী মঙ্গলবার জানিয়েছেন, শিলিগুড়ি গেট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট কমপ্লেক্স বা দোকানপাটের কি হবে তা নিয়ে তাঁরা আলোচনা করছেন।বিশেষ কিছু পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। রাস্তার জন্য কিছু মার্কেট কমপ্লেক্স পিছিয়ে নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনিয়ে অনেকদিন ধরে ভাবছেন।মুখ্যমন্ত্রী এনিয়ে দিল্লিতে চিঠিও দিয়েছেন।
মঙ্গলবার শিলিগুড়িতে এস জে ডি এর বোর্ড মিটিং ছিলো। এস জে ডি এতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার এলাকার উন্নয়নে এদিনও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বহু উন্নয়ন কাজ চলছে, আরও উন্নয়ন কাজ শুরু হতে চলেছে।
