
নিজস্ব প্রতিবেদন ঃ ডিজিটাল মিডিয়ার নতুন যুগ শুরু হওয়ায় মুদ্রনের মাধ্যমে বিরাট চ্যালেঞ্জের মধ্যে পড়েছে প্রিন্ট মিডিয়া। বিশেষ করে ক্ষুদ্র পত্র পত্রিকা বা লিটল ম্যাগাজিনগুলোর অবস্থা আরও করুন। অথচ নতুন লেখক তৈরি এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব পত্র পত্রিকা। সুস্থ সমাজ গঠন এবং সংস্কৃতির বিকাশে লিটন ম্যাগাজিনগুলো বাংলাতে বছরের পর বছর ধরে অসামান্য ভূমিকা পালন করে আসছে। এরমধ্যেও অবশ্য কিছু কিছু পত্রিকা প্রকাশিত হচ্ছে রীতিমতো যুদ্ধ করে। আবার চাঞ্চল্যকর বিষয় হলো এরমধ্যেও নতুন পত্রিকা প্রকাশ হচ্ছে। তেমনই একটি পত্রিকা দক্ষিন দিনাজপুর জেলার তপন থেকে প্রকাশিত হলো।
দক্ষিন দিনাজপুর জেলার তপন এলাকায়
তপন কমিউনিটি সেন্টারে প্রকাশিত হলো ‘তপনের পাঠশালা ‘,আমরা সাহিত্যের নব সৃষ্টি।আর তা প্রকাশ করলেন অনুষ্ঠান সভাপতি আশুতোষ শীল, পরিবেশকর্মী ও বাচিক শিল্পী তুহিন শুভ্র মণ্ডল,কবি অমল বসু, কবি অশোক দাস, বাচিক শিল্পী বিভাস দাস,কবি সুবোধ দে,কবি সুবীর চৌধুরী প্রমুখ।
‘বিপদে মোরে রক্ষা করো / এ নহে মোর প্রার্থনা ‘ এই উচ্চারণের সঙ্গে ধ্বনিত হয় ‘তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ‘ সঙ্গীত।
অতিথিদের বক্তব্যে উঠে আসে পত্রিকা চালানোর দীর্ঘ অভিজ্ঞতার কথা, পত্রিকা প্রকাশের ও প্রবহমান রাখার প্রতিবন্ধকতা অতিক্রমের কথা।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশকর্মী তুহিন শুভ্র মণ্ডল শোনান তার লেখা ও সুর করা ‘পাখির ডাকে সকাল হলো ‘গানটি। তপনের পাঠশালা পত্রিকায় উঠে আসুক তপনের কথা, তপনের জনজীবন -সমাজজীবন-প্রকৃতি জীবনের কথা —এমনটাও মত বিশিষ্টজনদের।
অনূষ্ঠানে তপনের পাঠশালা পত্রিকার পক্ষ থেকে সম্পাদক সত্যব্রত ধর, সভাপতি পরেশ চন্দ্র দাস সহ সাহিত্যকর্মী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
এছাড়াও প্রকাশিত হয় কবি সত্যব্রত ধরের কবিতার বই ‘ইতি তিলোত্তমা’,নাসরিন বানুর কাব্যগ্রন্থ ‘ আমার অনুভবে তুমি ‘, পরেশ চন্দ্র দাসের ‘আর্যাবর্তের জ্বর ‘।
পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ঘিরে পানকৌড়ি আবৃত্তি শিক্ষালয়, সহজ পাঠ আবৃত্তি প্রতিষ্ঠানের আবৃত্তি কোলাজ, রবীন্দ্রসঙ্গীত, বিতর্ক, লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
তপনের পাঠশালা পত্রিকার সম্পাদক সত্যব্রত ধর জানান ‘ এটা তপন থেকে প্রকাশিত প্রথম পত্রিকা। নব নব সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য।’
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
