নিজস্ব প্রতিবেদন :
২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বড়দিন—ঈশ্বরের পুত্র প্রভু যিশুখ্রিষ্টের জন্মদিন। বছরের এই সময়ে যখন বড়দিন থেকে শুরু করে নতুন বছরকে স্বাগত জানানোর উচ্ছ্বাস চারদিকে ছড়িয়ে পড়ে, তখনই অনুরণিত হয় শান্তি, সম্প্রীতি, প্রেম, সেবা ও ক্ষমার মূল্যবোধে ভরা ক্যারলের সুর।
আজ আর বড়দিন শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব নয়; ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে এটি হয়ে উঠেছে সর্বজনীন আনন্দোৎসব।

শিলিগুড়ির হাকিমপাড়া নিবাসী সঙ্গীতশিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানান, বড়দিনকে সামনে রেখে তাঁরা সংগীত সাধনার পাশাপাশি যিশুখ্রিষ্টের দর্শন ও মানবিকতার বার্তা নিয়ে আলোচনা করছেন। উৎসবের আবহে বিভিন্ন সেবামূলক কর্মসূচিও হাতে নিয়েছেন তাঁরা।
অনিন্দিতাদেবীর কথায়, “বড়দিন মানে আত্মচেতনার জাগরণ, নিজের ভেতরের অশুভ ও নেতিবাচকতাকে ত্যাগ করে ইতিবাচক শক্তিকে গ্রহণ করা।”
তিনি আরও বলেন, এই বিশেষ সময়ে তাঁদের একমাত্র কামনা—বিশ্বজুড়ে হিংসা, সংঘাত ও যুদ্ধ যেন থেমে যায়, এবং মানবতার পথে এগিয়ে আসুক সবাই।

