দেশের গর্ব রিচা ঘোষকে ইসকন শিলিগুড়ির সম্মাননা, গীতা জয়ন্তী উৎসবের আগে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদন:
শনিবার ইসকন শিলিগুড়ির উদ্যোগে শহরের গর্ব, ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল মুখ এবং সকলের প্রিয় রিচা ঘোষকে জানানো হলো বিশেষ সংবর্ধনা। সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে ইসকনের পক্ষ থেকে তাঁকে উপহার দেওয়া হয় শ্রীমদ্ভাগবত গীতা, রাধা–কৃষ্ণের মনোরম চিত্র, ইসকন প্রতিষ্ঠাতা–আচার্য শ্রীল প্রভুপাদের জীবনীগ্রন্থ এবং মহাপ্রসাদ।

এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন শিলিগুড়ি মন্দিরের সভাপতি অখিল আত্মা প্রিয় দাস ও জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস।

উল্লেখযোগ্যভাবে, রবিবার থেকে ইসকন শিলিগুড়ি মন্দিরে শুরু হচ্ছে গীতা জয়ন্তী উৎসব। এই বিশেষ উৎসব উপলক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে শত কণ্ঠে গীতা পাঠ—যেখানে একত্রে শতাধিক ভক্ত ও সাধারণ মানুষ ভক্তিভরে গীতা পাঠে অংশ নেবেন।

রিচা ঘোষকে এই সংবর্ধনা উৎসবের আবহকে আরও অনুপ্রেরণামূলক করে তুলেছে বলে জানিয়েছেন আয়োজকরা।